একজন অখ্যাত বাঙালির জীবনচরিত
ড: শিশির চন্দ্র সেন এক অনন্যসাধারণ মানুষ ছিলেন। আজ থেকে প্রায় ১০০ বছর আগে যে-জীবন তিনি যাপন করেছিলেন, সাধারণ বাঙালির চিন্তারও অগম্য। আমাদের দেখা বাঙালির মতো দৃশতঃ হলেও, কোথাও যেন একটু অন্যরকম। এটি কেবলমাত্র জীবনী নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার পরের সময়ের ইংল্যান্ড, ঢাকা, বরিশাল, নেফা, ব্রহ্মদেশ, ভারতবর্ষ-র রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ইতিহাসের এক অমূল্য দলিল।
Ekjan Akhyat Jibancharit, Samir Sengupta, সমীর
₹200.00Price